মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভাস্কর্য নিয়ে উৎকন্ঠায় দর্শনার্থী ও এলাকাবাসী

- আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের শত শত ভাস্কর্য নিয়ে উৎকন্ঠায় দর্শনার্থী ও এলাকাবাসী। ঐতিহাসিক মুজিবনগরে আছে দেশের প্রথম রাজধানী, মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া নানা ইতিহাস আর বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা গৌরবের স্মারক। প্রতিদিন শত শত দর্শনার্থী ঘুরে দেখে ইতিহাসের আদলে গড়া এসব স্থাপনা।বর্তমানে ভাস্কর্য বিরোধী সহিংসতায় উৎকণ্ঠিত দর্শনার্থী, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ।
স্বাধীনতার সূতিকাগার হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে মেহেরপুরের মুজিবনগর। এখানে তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক একমাত্র স্মৃতি মানচিত্র। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই মানচিত্রে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরকে ভাগ করে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সে সময়ের বিভিন্ন চিত্র।
ঐতিহাসিক মুজিবনগরে দর্শনার্থীরা ছুটে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে। সম্প্রতি কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা করেছে দুর্বৃত্তরা। একারণে মুজিবনগরের ভাস্কর্যগুলো নিয়ে উৎকণ্ঠিত দর্শনার্থী, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সুধিজন।
স্মৃতি মানচিত্রের সব ভাস্কর্যের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে স্থানীয় চেয়ারম্যান।
তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, পুলিশ সুপার।
ভাস্কর্যবিরোধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।