মেহেরপুরে গাছে গাছে এখন আমের মুকুল
- আপডেট সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে গাছে গাছে এখন আমের মুকুল। বাগান মালিকরা বেজায় খুশি। তবে অসময়ে বৃষ্টি ও অতি গরম কিংবা হপার পোকার সংক্রমণ প্রতিরোধসহ ফলের গুটি যেন ঝরে না যায় সেজন্য চলছে গাছের পরিচর্যা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকলে থাকলে ফলন ভাল হবার প্রত্যাশা করছেন বাগান মালিকরা।
কৃষি বিভাগের তথ্যমতে এ বছর মেহেরপুরে ২ হাজার ৩শ’ ৯০ হেক্টর জমির আম বাগান আছে। গেলো বছর জেলায় প্রায় ৩২ হাজার ৫শ টন আম উৎপাদন হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার সংক্রমণে আমের উৎপাদন কমে যায়।
একারণে এ বছর আগে থেকেই বাগান পরিচর্যায় জোর দেয়া হচ্ছে হপার পোকা দমনে। অগ্রিম কীটনাশক প্রয়োগসহ গাছে সার ও পানির ব্যবস্থায় ব্যাপক মুকুল এসেছে। বাগান মালিকরা আশা করছেন এ বছর গেল বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি ফলন হবে।
এক বিঘা জমিতে আমের গাছ থাকে অন্তত ১০ টি। প্রতি বিঘা জমির বাগান পরিচর্যায় খরচ হয় সর্বোচ্চ ৪৫ হাজার টাকা। বাগান মালিকরা আশা করছে, এই বাগান থেকে ৭০ হাজার টাকা মুনাফা হবে।
বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে শতভাগ মুকুল আমে পরিণত হবে। বাজারজাতের পর ভালো লাভ হবে বলেও প্রত্যাশা তাদের।
কৃষি বিভাগ জানায়, শুরুর দিকে ঠান্ডায় কিছু মুকুল নষ্ট হয়ে গেছে। তবে এখন আবহাওয়া অনুকূলে থাকায় সব মুকুল ফুটেছে। সময়মত কীটনাশক প্রয়োগ সহ বাগান পরিচর্যার পরামর্শ দিচ্ছে কৃষিবিভাগ।