মেহেরপুরে চলছে রেভিনিউ স্ট্যাম্প সংকট
- আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
মেহেরপুরে চলছে রেভিনিউ স্ট্যাম্প সংকট। ফলে বিরূপ প্রভাব পড়েছে জমির দলিল রেজিস্ট্রি ও নকল তোলাসহ নানা কাজে। যদিও জেলা রাজস্ব বিভাগ জানাচ্ছে স্ট্যাম্পের কোন সংকট নেই। তারপরেও ভোগান্তি আর বাড়তি অর্থ গুণতে হচ্ছে সাব-রেজিস্ট্রি অফিসে আসা সেবাগ্রহীতাদের।
মেহেরপুরের তিন উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে জমি কেনাবেচার রেজিস্ট্রি হয়ে থাকে। রেজিস্ট্রি দলিল ও দলিলের নকল তৈরিতে ব্যবহার হয় ১০০ এবং ৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্প।এছাড়াও নানা রকম চুক্তির কাজে প্রতিনিয়তই এ স্ট্যাম্প প্রয়োজন পড়ে।
বর্তমানে এই স্ট্যাম্পে পাওয়া যাচ্ছে না। কিছু স্ট্যাম্প পাওয়া গেলেও তার জন্য গুনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ। বাইরে থেকে বাড়তি দরে স্ট্যাম্প কিনতে হচ্ছে ভেন্ডরদের।
রেভিনিউ স্ট্যাম্প সংকটে জমি রেজিস্ট্রি ও দলিলের নকল গ্রহণকারীরা পড়েছেন বেকায়দায়। সময়মত কাঙ্খিত দলিল হাতে না পেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দলিল প্রত্যাশারীরা। গুণতে হচ্ছে বাড়তি টাকা। ফলে স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।
তবে স্ট্যাম্প সংকট নেই দাবি করলেও ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর