মেহেরপুরে পেঁয়াজ চাষ করে লোকসানের মুখে পড়ছে চাষিরা
- আপডেট সময় : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে পেঁয়াজ চাষ করে লোকসানের মুখে পড়ছে চাষিরা। বাজার নিম্নমুখী হওয়ায় হতাশ তারা। কৃষি বিভাগ বলছে, জেলায় লক্ষমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে। বাজার মনিটরিং ঠিক থাকলে লোকসান হবেনা চাষিদের। এদিকে, ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজের আশানুরুপ উৎপাদন হয়েছে। তবে কৃষকের অভিযোগ, আমদানি করলে লোকসান গুনতে হবে তাদের।
মেহেরপুরে দু’হাজার ৩৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। আবাদ হয়েছে লক্ষমাত্রার চেয়ে বেশি। কিন্তু, দাম প্রতিদিন কমছে দেখে লোকসানের আশংকা করছে চাষীরা। ব্যবসায়ীরা বলছে, চাষিদের কাছ থেকে কেনার পর মোকামে গিয়ে আরও কমে বিক্রি করতে হচ্ছে।
বাজার মনিটরিং ঠিক থাকলে চাষিদের লোকসান হবেনা বলে মনে করে কৃষি বিভাগ।
এদিকে, ফরিদপুরে পাঁচ হাজার এক’শ ৬০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হয়েছে। এ থেকে প্রায় ৭০হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। পেঁয়াজ তুলতে এখন ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে, বাজার দর দেখে হতাশ তারা। আমদানি বন্ধ না করলে ন্যায্যমূল্য পাওয়া যাবেনা। গত বছরের মতো এবারও লোকসান হবে বলে জানায়, চাষিরা।
ভরা মৌসুমে ন্যায্য দাম না পেলে, পরে আবাদ কমে যাবে বলে শংকা জানিয়েছে কৃষি কর্মকর্তা।
চাষিদের কথা বিবেচনা করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করে সংশ্লিষ্টরা।