মেহেরপুর তেরাইলের ‘মরা ব্রিজ’ এখন মরণফাঁদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মেহেরপুরে তেরাইল পশ্চিমাপাড়া-দেবিপুর এলাকার ‘মরা ব্রিজ’ এখন মরণফাঁদ। বছর পাঁচেক আগে সেতুটি ভেঙ্গে গেলে সংস্কারের আর উদ্যোগ নেয়নি এলজিইডি। বাঁশের খুঁটি দিয়ে কোনোরকমে চলাচল উপযোগী করে রেখেছে গ্রামবাসী। ব্রিজে বহু মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত যান দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পঙ্গু হয়ে গেছে। দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মেহেরপুরে তেরাইল পশ্চিমাপাড়া-দেবিপুর এলাকার ‘মরা ব্রিজ’ এখন মরণফাঁদ। বছর পাঁচেক আগে সেতুটি ভেঙ্গে গেলে সংস্কারের আর উদ্যোগ নেয়নি এলজিইডি। বাঁশের খুঁটি দিয়ে কোনোরকমে চলাচল উপযোগী করে রেখেছে গ্রামবাসী। ব্রিজে বহু মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত যান দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পঙ্গু হয়ে গেছে। দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের প্রতিবেদন।