মেয়র ও কাউন্সিলর পদে জাতীয় পার্টি একক প্রার্থী দেবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে জাতীয় পার্টি একক প্রার্থী দেবে বলে আবারো জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। সকালে রাজধানীর বনানীতে উত্তর সিটির প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফরম তুলে দিয়ে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি যেহেতু সরকার ও মহাজোটের সাথে মিলে অতীতে নির্বাচন করেছে, তাই সিটি নির্বাচনে এরকম কোন প্রস্তাব পেলে সেটি বিবেচনা করা হবে বলেও জানান জি এম কাদের। তবে এখন পর্যন্ত সরকার বা মহাজোট থেকে এরকম কোন প্রস্তাব আসেনি জানিয়ে দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি। এসময় দেশের মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে মন্তব্য করে অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন জি এম কাদের।