মেয়র নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সাইদুর রহমান
- আপডেট সময় : ০১:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সাইদুর রহমান। চাঁদা তুলে তার নির্বাচনী খরচ চালিয়েছেন এলাকাবাসী। তিনি এখন গরীবের জনপ্রতিনিধি হিসেবে আলোচিত। শুরুতে কুলি সর্দার, পরে নাইটগার্ড সাইদুরের জীবন, গল্পকেও হার মানিয়েছে।
শুধু টাকা দিয়ে নয়, সুখে-দু:খে পাশে থেকে মানুষের মন জয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন সাইদুর রহমান। এক সময় মুণ্ডুমালা বাজারে কুলিদের নেতা ছিলেন। ১৯৯৯ সালে মুণ্ডুমালা মহিলা ডিগ্রি কলেজে নাইটগার্ড পদে চাকরি নেন তিনি। এমপিওভুক্ত এই কলেজে রাতে পাহারাদারের কাজ আর দিনে গ্রামে গ্রামে সাধারণ মানুষের নানা উপকার করে বেড়াতেন সাইদুর।
এরপর এক সময় মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। এবার পৌর নির্বাচনে দল থেকে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন এই নেতা। কিন্তু তাকে মনোনয়ন দেয়া হয়নি। তাতে দমে যাননি তিনি। কলেজ থেকে ১৫ দিনের ছুটি নিয়ে নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী হন সাইদুর রহমান।
নির্বাচনে খরচ করার মতো টাকাও ছিলনা তার কাছে। নিজেরাই চাঁদা তুলে তার নির্বাচনী খরচ যুগিয়েছেন, এলাকাবাসী।এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই নব নির্বাচিত মেয়র সাইদুরের।মেয়রের দায়িত্ব নেয়ার পর, প্রথমেই খাবার পানির সমস্যা দূর করতে চান তিনি।
গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে সাইদুর রহমান পাঁচ হাজার চার’শ ৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পান পাঁচ হাজার তিন’শ ৯৮ ভোট।