মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে অপসারণের উপায় নিয়ে আওয়ামী লীগ এবং সরকারে আলোচনা চলছে
- আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে অপসারণের উপায় নিয়ে আওয়ামী লীগ এবং সরকারে আলোচনা চলছে। বংগবন্ধুকে নিয়ে কটূক্তি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে। খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সরকার আইনও। এ জন্য দলের কেন্দ্রীয় নীতনির্ধারণী নেতারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন।
দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে মেয়র পদে রাখার আর সুযোগ নেই। তবে কোন প্রক্রিয়ায় তাঁকে অপসারণ করা হবে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সিটি করপোরেশনের মেয়রকে বরখাস্ত করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ার। সে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করছে। এদিকে শনিবার এক সেমিনার শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আইন দ্বারা তাঁকে ক্ষমতায়ন করা হয়েছে, কত দিন থাকবেন, সেটাও আইন দ্বারা নিষ্পত্তি করা হবে।’
শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় দলের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদকের পদ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়। বাতিল করা হয় তাঁর দলীয় সদস্য পদও। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।