মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জীবন বৃত্তান্ত জমা দেবার জন্যও আহবান জানানো হয়। প্রসঙ্গত, ২০১৩ সালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।