মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য এপিবিএনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুর্যোগে মানুষের জান-মালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর থাকতে নির্দেশ দেন তিনি।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় তেজগাঁও মহিলা কলেজের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃংখলাসহ প্রতিটি ক্ষেত্রেই দুর্বার গতিতে এগিয়েছে দেশ।
অনুষ্ঠানের শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়বে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এর ফলে দেশব্যাপী রোহিঙ্গারা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে খেয়াল রাখছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।