মোটর সাইকেল ও ইজিবাইকের কারণে এবছর সড়ক দুর্ঘটনা ৪০ শতাংশ বেড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মোটর সাইকেল ও ইজিবাইকের কারণে এবছর সড়ক দুর্ঘটনা ৪০ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুর ও মানিকগঞ্জের ৯টি সেতু ভার্চুয়ালী উদ্বোধন করে এ তথ্য জানান মন্ত্রী।
সকালে গাজীপুরের টঙ্গী সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কের নিরাপত্তা একটি গুরুত্ত্বপূর্ণ ইস্যু, বিশ্বব্যাংকও এ ব্যাপারে সতর্ক। তাই সংশ্লিষ্ট বিভাগকে সড়ক ও সেতু নির্মানের ক্ষেত্রে নির্দেশনা দিচ্ছি। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন। জানান, আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বিআরটি প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।