মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব পড়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে।
বিদায়ী বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গেলো পাঁচ বছর রাজ্য শাসন করেছে বিজেপি। কিন্তু এবারের ফলাফলে পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গঠনে প্রয়োজন ৪১টি। গণনার শুরুতেই ৪২ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম জোট। আর ২৮টিতে এগিয়ে রয়েছে বিজেপি। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় শুধু অমুসলিমদের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কিত বিলটি। এরপর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। রাজ্যটির সাধারণ জনগণ নির্বাচনে বিজেপের বিরুদ্ধে ভোট দিয়ে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়েছে বলে ধারণা করা হচ্ছে।