মোদীর সফরের বিরোধিতাকারীদের ইন্ধন যোগাচ্ছে বিএনপিঃ তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিরোধিতাকারীদের ইন্ধন যোগাচ্ছে বিএনপি। নওগাঁ সাপাহারে আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভাচুয়ার্লী যোগ দিয়ে তিনি এ কথা বলেন। গাজীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার চেতনাকে বিসর্জন দিয়ে একাত্তরবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি।
নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সকালে ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশের সব অর্জনের সাথে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ধারাবাহিক দেশ পরিচালনার সুযোগ পেলে স্বপ্নের ঠিকানায় পৌঁছুবে দেশ।
এদিকে, গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ।
শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ডুয়েটের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।