মোবাইল ব্যাংকিংয়ে ইন্টার-অপারেবল সিস্টেম চালু হলে রেমিট্যান্স দ্বিগুণ হতো : ড. আতিউর রহমান
- আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
মোবাইল ব্যাংকিংয়ে ইন্টার-অপারেটবল সিস্টেম চালু হলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রায় দ্বিগুণ হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, বর্তমানে প্রতিমানে প্রবাসীরা রেমিট্যান্স পাঠান প্রায় ২ বিলিয়ন ডলার, সেটা বেড়ে অন্তত ৩ বিলিয়ন ডলার হবে। এতে করে বন্ধ হবে হুন্ডি ব্যবসা।
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘কাগজের টাকা ডিজিটালে রূপান্তর : কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা গ্রহণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। স্কলারস বাংলাদেশ সোসাইটি ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
ড. আতিউর রহমান আরো বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। এক্ষেত্রে ইন্টার-অপারেটবল সিস্টেম চালু হলে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান ও অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির।