মোহনগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গৌরাঙ্গ পাল নামে একজন মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নেত্রকোনার মোহনগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গৌরাঙ্গ পাল নামে একজন মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা সদরের রাউতপাড়ার এক বাড়িতে মারা যান তিনি ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার গ্রামের বাড়ী থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি হন গৌরাঙ্গ । পরে তার স্যাম্পল নেয়া হলে সে পৌর সদরের ভাগ্নের বাসায় অবস্থান নেয়। শুক্রবার রাত ১০ টায় দিকে শ্বাস কষ্ট শুরু হলে সেখানে মারা যান তিনি।
এসময় বাসার ৪ জনের নমুনা সংগ্রহ এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন স্বাস্থ্য কর্মকর্তা । এছাড়াও ঢাকা থেকে আসা রেল কলোনীতে আরো ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয় ।