মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন : নি:স্ব ব্যবসায়ীদের আহাজারিতে ভারি ঘটনাস্থল
- আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতশত দোকান। মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরও অগ্নিনির্বাপণ কোনো ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুদির দোকানে পাশ থেকে আগুনের সূত্রপাত বলেও তাদের ধারণা। এদিকে, নি:স্ব ব্যবসায়ীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকা।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার সহযোগিতায় দমকল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, নৌ, সেনা ও বিমান বাহিনী। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাঁরা পাননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। একের পর এক এসির বিস্ফোরণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এছাড়া আশপাশের এলাকায় কোনো উৎস না থাকায় পানির সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে শতশত দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের আর্তনাদে এলাকায় শোকের মাতম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুন ধরে।