মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া
- আপডেট সময় : ০৮:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবরে অনেকেই ছুটে যান হাসপাতালে। শোক জানান দলীয় সহকর্মী ছাড়াও বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকেই মোহাম্মদ নাসিমের সঙ্গে কাটানো সময় নিয়ে স্মৃতিকাতর হওয়ার পাশাপাশি তার রাজনৈতিক প্রজ্ঞা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কথা তুলে ধরেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্খীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় তারা মোহাম্মদ নাসিমের সঙ্গে কাটানো সময় নিয়ে স্মৃতিকাতর হওয়ার পাশাপাশি তুলে ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপোষহীন সংগ্রামের কথা।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। সকালে ভার্চুয়াল শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন।
এদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ ও একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারালো।
তার আত্মার মাগফিরাত কামনা পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান বিভিন্ন দলের নেতারা।