মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হোন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডক্টর হাছান মাহমুদ ও আ,ফ,ম বাহাউদ্দীন নাসিমসহ কেন্দ্রীয় নেতারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি মোহাম্মদ নাসিমের রোগমুক্তির জন্য বিশেষভাবে দোয়া করার আহবান জানান। করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা যাতে অব্যাহত থাকে, সেজন্যও দেশবাসীর কাছে দোয়া চান ওবায়দুল কাদের।