মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা মামলার রায় আজ
- আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার রায় আজ।
গত ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রায় ঘোষণার এ দিন ধার্য করেন। আইনবহির্ভূতভাবে নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদ করে সেই ভিডিও প্রচারের অভিযোগে মামলাটি করা হয়। ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ট্রাইব্যুনাল মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রিমা সুলতানা এ প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।