মৌলভীবাজারের ৪টি ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

- আপডেট সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলায় পরিবেশের ভারসাম্য নষ্টকারী অনুমোদন বিহীন ৪টি ব্রিকফিল্ড গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে রাজনগর উপজেলার এসকে ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ এই ৫টি ব্রিকফিল্ডে এই অভিযান পরিচালনা করা হয়।রাজনগর সদর ইউনিয়নের মুরালী গ্রামে কাজী খন্দকার, কর্ণিগ্রামের এস কে ব্রিকফিল্ড ও মহাসহস্ত্র গ্রামে এম আর ব্রিকফিল্ড কর্তৃপক্ষ কোন প্রকার সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে ইট তৈরী করে বিক্রি করে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এছাড়া কাজী খন্দকার ব্রিকফিল্ড কর্তৃপক্ষ স্থানীয় কুচিমোড়া নদীর পাড় কেটে মাটি এনে পরিবেশ নষ্ট করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে পরিবেশ নষ্টকারী অবৈধ ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।