মৌলভীবাজার, দিনাজপুর ও সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার, দিনাজপুর ও সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চা শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে। কমলগঞ্জের সুনছড়া চা বাগানের ৫০ বছর বয়সী চা শ্রমিক চৈতু কর্মকার সর্দি-গলা ব্যথা ও জ্বরে রাতে মারা যায়। একই উপসর্গ জ্বর-সর্দি গলাব্যথা নিয়ে কয়েক দফা বমি করে নন্দলাল নামের আরেক যুবকের মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নন্দলাল বাইসাইকেল মেকানিকের কাজ করতো।
দিনাজপুরের খানসামায় করোনার উপসর্গ নিয়ে মেরিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম জানান, ওই নারীর এমন অসুস্থতার বিষয়ে কেউ আগে প্রশাসনকে জানায়নি। মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে। ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান,গত ৪-৫ আগে তিনি চট্টগ্রাম থেকে তার নিজ বাড়ি চৌবাড়িয়ায় এসেছেন। বাড়িতে আসার পর তিনি কাশি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে মারা যান। মৃত্য ব্যক্তির বাড়িটি লক ডাউন করে সেখানে লাল পতাকা টানানো হয়েছে।