মৌলভীবাজার পৌর শহরের কাশীনাথ দীঘি সাজানো হয়েছে নতুন করে
- আপডেট সময় : ০২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
শহরের উঁচু উঁচু দালানের ভিড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা এখন প্রায় অসম্ভব। খোলা পুকুর কিংবা নদীতে আগের মতো গোসল সারার পরিবেশ নেই। সাঁতার শিখতে পারে না শহরের শিশুরা। সেই সংকট কাটাতে মৌলভীবাজার পৌর শহরের কাশীনাথ দীঘি সাজানো হয়েছে নতুন করে।
জেলাবাসী এবং পর্যটক আকর্ষণে সংস্কার করা হয়েছে মৌলভীবাজারের কাশিনাথ দীঘির। নৌকায় চড়ে সেই দীঘি উদ্বোধন করলেন বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাবউদ্দিন। সৌন্দর্য্য বর্ধনের পাশাপাশি সংস্কার হয় রিটেইনিং ওয়ালের। ফলে নান্দনিক রূপ নিয়েছে দীঘিটি।
স্থানীয়রা জানান, দীঘির সৌন্দর্য্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।
মৌলভীবাজার পৌরমেয়র ও কাউন্সিলারদের আন্তরিক প্রচেষ্টায় উন্নত হয়েছে শহর। কাশিনাথ দীঘি তারই একটি দৃশ্যমান উদাহরণ।
বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাবউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনা ছিল বাংলাদেশকে ডিজিটাল করা। এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে। আগামীতে স্মার্ট হবে।
পৌরমেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাজারে পুকুর ও জলাধারের সংখ্যা কম। অগ্নিকাণ্ড ঘটলে আগুন নেভানোর জন্য পানি পাওয়া যায় না। তাই সংস্কার করা হয়েছে দীঘি। শহরবাসীর হাঁটার জন্য করা হয়েছে ওয়াকওয়ে। যাদের পানির সমস্যা তারা নির্বিঘ্নে গোসল সারতে পারেন এই দীঘিতে। শিশুরাও অবাধে শিখতে পারবে সাঁতার।