মৌলভীবাজার হাওরের কৃষিজমি প্রভাবশালীদের দখলে
- আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
নিয়ম-নীতির প্রতি তোয়াক্কা না করে মৌলভীবাজারের হাওরের বেশিরভাগ কৃষি জমি প্রভাবশালীরা দখলে নিয়ে মৎস্য খামার তৈরি করেছে। এতে, ধান চাষের সঙ্গে জড়িত প্রকৃত কৃষকরা বিপাকে পড়েছেন। কর্তৃপক্ষ বলছে, এ রকম জমিতে মৎস্যচাষ পরিকল্পিতভাবেই করতে হবে। কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এশিয়ার বৃহৎ হাকালুকি হাওর,কাউয়াদীঘি হাওর, হাইল হাওরসহ ছোট-বড় অনেক হাওরের অবস্থান মৌলভীবাজার জেলায়।
এক সময় হাওরের গভীর জলাশয় ছাড়া সর্বত্র বোরো, আমন ও আউশ ধানের
চাষ হতো। কিন্তু এখন হাওরের কৃষি জমি প্রভাবশালীদের অবৈধ দখলে চলে গেছে। তারা সেখানে গড়ে তুলেছে মৎস্য খামার। এতে ধান চাষাবাদের উপর নির্ভরশীল কৃষরা পড়েছে বিপাকে।
হাওরের মধ্যদিয়ে প্রবাহিত অনেক ছোট ছোট খাল ও ছড়া।হাওরপাড়ের মানুষ যাতায়াতের জন্য এসব খাল ও ছড়ার পাড় সড়ক হিসেবে ব্যবহার করতো। কিন্তু পাড় প্রভাবশালীদের দখলে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের।
অপরিকল্পিতভাবে মৎস্য খামার হওয়ায় কৃষি জমির পরিমাণ কমেছে। এতে খাদ্য উৎপাদন কমে যাবে বলে মনে করেন এই পরিবেশবিদ।
মৎস্য চাষকে করায় আপত্তি নেই তবে কৃষি জমিতে করা হলে পরিকল্পিতভাবে কবতে হবে। অন্যরা ক্ষতিগ্রস্থ হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা।
হাওরের পুরোনো ঐতিহ্য কৃষি জমি ধরে রাখতে ভূমির শ্রেণী পরিবর্তনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি হাওরবাসীদের।