মৌসুমের শেষ মূহূর্তে টমেটো বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়েছে কৃষক
- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মৌসুমের শেষ মূহূর্তে টমেটো বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়েছে কৃষক। ক্ষেত থেকে শ্রমিক দিয়ে টমেটো তোলার খরচও উঠছে না। ফলে, ক্ষেতেই নষ্ট হচ্ছে টমেটো। এলাকায় সংরক্ষণাগার থাকলে, এ ক্ষতি থেকে কৃষক রক্ষা পেতো বলে মনে করে, কৃষি বিভাগ।
গোপালগঞ্জে দীর্ঘ মেয়াদী জাতের টমেটো চাষ করায়, শীত মৌসুম শেষেও ক্ষেত ভরে থাকে। তবে, প্রথম দিকে দাম পেলেও, এখন আর পাচ্ছেনা কৃষক। ক্ষেত থেকে টমেটো তুলতে একজন শ্রমিককে মজুরি দিতে হয় আট’শ টাকা। আর, এক মন টমেটো বিক্রি করে পাচ্ছে দু’শ থেকে আড়াই’শ টাকা। এতে ক্ষেতেই পঁচে নষ্ট হচ্ছে টমেটো।
ঋণের টাকায় আবাদ করা টমেটো বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়েছে কৃষক। এতে করে চাষে আগ্রহ হারাচ্ছে তারা।হিমাগার থাকলে টমেটো সংরক্ষণের মাধ্যমে কৃষক লাভবান হতো বলে মনে করে, কৃষি বিভাগ। হিমাগার তৈরিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এ অঞ্চলের কৃষক।