মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
নিম্নচাপের প্রভাবে দু’দিন ধরে কোথাও কোথাও অতিভারী বর্ষণ হয়েছে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে। দুপুরের মধ্যে ৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ভোর ৫ টা হতে দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর সমূহের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল এবং ফরিদপুর অঞ্চলসহমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ- পূর্বদিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টিসহ/ বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দর সহমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।