মৌসুম শুরু হওয়ার আগেই বরিশালে তরমুজ কাটার প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
মৌসুম শুরু হওয়ার আগেই বরিশালে তরমুজ কাটার প্রতিযোগিতা চলছে। আগে ভাগে বিক্রি করতে পারলে দাম ভালো পাওয়া যাবে এ আশা কৃষকদের।আর এ কারণে মৌসুমের আগেই যাতে তরমুজ বড় এবং মিস্টি হয় সে বিষয়টি খেয়াল রেখে চাষাবাদ করেছেন বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের কৃষকরা।তবে পরিবহন ব্যয় বেশী হওয়ায় বেড়েছে তরমুজের দাম।
প্রতিদিন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ৫০ থেকে ৬০টি ট্রলারযোগে তরমুজ আসছে নগরীর পোর্টরোড খালে। মৌসুমী ব্যবসায়ীরা ক্ষেত ক্রয় করে আড়তদারদের কাছে পিস হিসেবে তা বিক্রি করছেন। আড়তদারদের মাধ্যমে তা চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে।
কৃষকরা আড়াই লাখ টাকা খরচ করে ছয় লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। এভাবে সবাই কমবেশী লাভবান হয়েছেন, দাবি মাঠ পর্যায়ের কৃষকদের।
আবহাওয়া অনুকুলে থাকলে শেষ পর্যন্ত বড় অংকের লাভ নিয়ে ঘরে ফিরতে পারবেন কৃষকরা, এমনটাই জানিয়েছে কৃষি বিভাগ।
এ বছর বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৬ হাজার ৪৫১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়।