ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন পেপ গার্দিওলা। ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ দলটির সঙ্গে থাকবেন এই কাতালান কোচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
বায়ার্ন মিউনিখ থেকে ২০১৬ সালে ম্যান সিটিতে যোগ দেন গার্দিওলা। ক্লাবটিকে দুটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ মোট আটটি শিরোপা জিতিয়েছেন তিনি। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা গুয়ার্দিওলা দলটিতে ছিলেন ২০১২ পর্যন্ত। সিটিতে যোগ দেওয়ার আগের তিন বছর ছিলেন জার্মানির দল বায়ার্ন মিউনিখে। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের শুরুটা ভাল হয়নি গার্দিওলা দলের। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে ম্যান সিটি। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে। যদিও এক ম্যাচ কম খেলেছে গার্দিওলার দল।