ম্যারাডোনাকে হত্যার অভিযোগে সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ম্যারাডোনাকে হত্যার অভিযোগে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকসহ সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। গেলো বছরের ২৫ নভেম্বর মৃত্যুবরণ করেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।
ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল । কিন্তু এখনও তার মৃত্যুরহস্য নিয়ে আলোচনা চলছে। তার মেয়েরা প্রথমে ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন। তারপর তদন্তে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে এই মাসের শুরুর দিকেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সে কারণেই ম্যারাডোনাকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে মামলা হয়েছে ৭ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। আগামী ৩১ মে থেকে ওই ৭ চিকিৎসকের শুনানি শুরু হবে।