ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে উপজেলার আঠারোবাড়ি রায়েরবাজারে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে বাজারের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ বাজারে একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।