ময়মনসিংহের গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়েছে আরও চারজন।
রোববার বিকেলে উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে এ ঘটনায় মারা যায় হুমায়ূন ও হিমেল। পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান জানান, কুরচাই গ্রামের আব্দুল মান্নান সরকারের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢালাইয়ের মুখ খুলে শ্রমিক মুর্শিদ ট্যাংকের ভেতরে নামে। এ সময় বিষাক্ত গ্যাসেন প্রভাবে মুর্শিদ অজ্ঞান হয়ে ঢলে পড়ে। মুর্শিদকে বাঁচাতে গৃহকর্তার ছেলে হুমায়ূন ও আরেক শ্রমিক হিমেল সেপটিক ট্যাংকে নেমে তারাও একইভাবে আক্রান্ত হয়। এ সময় তাদের চিৎকার শুনে বাচাঁতে এসে একে একে মাজহারুল, আলতাফ ও শরীফ সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে এদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হুমায়ূন ও হিমেলের মৃত্যু হয়।