ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন।
সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের-আল মাহমুদ জানান, সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রাক জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও এক পথচারী নিহত হয়। আহত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।