ময়মনসিংহের ভালুকায় বেইলি ব্রীজ ভেঙে টাঙ্গাইলের সখিপুরের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় বেইলি ব্রীজ ভেঙে টাঙ্গাইলের সখিপুরের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।
সকালে ভালুকা-সখিপুর সড়কের মল্লিকবাড়ী বাজার সংলগ্ন ক্ষীরু নদীর উপর বেইলি ব্রীজ ভেঙে বালি ভর্তি একটি ট্রাক নদীতে পড়ে যায়। স্থানীয়রা জানায়, বালি ভর্তি ট্রাক উপজেলা সদর থেকে মল্লিকবাড়ী যাওয়ার পথে বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। প্রতিনিয়ত ওভারলোডে গাড়ি চলাচল এবং ঝুঁকিপূর্ণ ব্রীজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দিয়ে রাখলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি ।