ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত হয়েছে। নিহতরা, হলেন মনিরুজ্জামান এবং জোবায়েদুল ইসলাম।
তারা শেরপুর সদর উপজেলার নুর ইসলামের ছেলে।ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানান, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি পিকআপ পেছন দিক থেকে সামনের অজ্ঞাত গাড়ীকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা দুইভাই ঘটনাস্থলেই নিহত হয়।