ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নানী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নানী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় সেনাবাহিনীর গাড়ী উল্টে আহত হয়েছে আরো ৮ সেনাসদস্য।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বৃদ্ধ নানি মর্তুজা বেগম তার তিন বছর বয়সী নাতনী জান্নাতকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এসময় ঢাকাগামী অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মহাসড়কে মরদেহ দেখে একটি বাস থামলে, পেছন থেকে দ্রুত গতির সেনাবাহিনীর একটি গাড়ী সাইড নিয়ে চলে যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়। আহত সেনাসদস্যদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।