ময়মনসিংহের সরকারি হাসপাতালে বেড়ে গেছে দালালের দৌরাত্ম্য
- আপডেট সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের সরকারি হাসপাতালে বেড়ে গেছে দালালের দৌরাত্ম্য। ডাক্তার, নার্স এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সিন্ডিকেটে গড়ে উঠেছে এসব দালাল চক্র। গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের নানা প্রলোভন দেখিয়ে চক্রটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দালালের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।সরকারি হাসপাতালের প্রধান ফটকের সামনেই গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।
এসব প্রতিষ্ঠান বছরের পর বছর সিভিল সার্জন অফিসকে ম্যানেজ করেই চলছে বলে অভিযোগ আছে। এসব প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া নানা বয়সী নারী-পুরুষ সরকারি হাসপাতাল ঘুরে রোগী ভাগিয়ে আনে বাইরে। এ নিয়ে ক্ষোভ জানায়, রোগীর স্বজনরা।
সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করে র্যা ব। দালালমুক্ত হাসপাতাল গড়ার দাবি জানিয়েছে নাগরিক নেতারা।
দালালমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাসপাতালের সহকারি পরিচালক। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সাধারণ জনগণের জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করে জেলাবাসী।