ময়মনসিংহের সিডস্টোর-সখিপুর সড়কটির পুণঃনির্মাণ কাজ আলোর মুখ দেখেনি

- আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
কয়েক দফায় উদ্বোধনের পরও ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা উপজেলার সিডস্টোর-সখিপুর আঞ্চলিক সড়কটির পুণঃনির্মাণ কাজ এখনো আলোর মুখ দেখেনি।
প্রায় এক যুগ ধরে বেহাল থাকা এই সড়কে দু’বছর আগে ১০ ভাগ কাজ করে ঠিকাদার লাপাত্তা হয়ে যায়। একমাস আগে নতুন করে ঠিকাদার নিয়োগ দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এরপর থেকে সড়কে ঠিকাদারের কোনো তৎপরতা চোখে পড়ছে না। এদিকে, ২০ কিলোমিটার সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশে গভীর খানাখন্দ সৃষ্টি হয়েছে। সীমাহীন দুর্ভোগ নিয়ে সড়কে চলাচল করছে যানবাহন।