ময়মনসিংহে আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিকের পা কুপিয়ে বিছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক আব্দুর রাজ্জাককে কুপিয়ে পা বিছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাঠালীস্থ আর্টি কম্পোজিট ডায়িং মিল কর্তৃপক্ষের সাথে পাশের সরকারী ধোবাজানের খাল ভরাট ও স্থানীয়
জসিমউদ্দিন পাঠান গংদের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে দু’পক্ষের মামলাও চলছে। সকালে ফ্যাক্টরী মালিক খাল ভরাট ও বর্জ্য নিষ্কাশনের পাইপ লাইন স্থাপনের কাজ পরিদর্শনে গেলে জসিমউদ্দিন পাঠান তাতে বাঁধা দেয়। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে ফ্যাক্টরীর মালিক আব্দুর রাজ্জাকের উপর হামলা করে তার একটি পা গোড়ালির নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়।গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয় তাকে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।