ময়মনসিংহে আলোচনা সভায় মূল্যষ্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার সুপারিশ অর্থনীতিবিদদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সমষ্টিক অর্থনৈতিক স্থিতিশীল রাখতে মূল্যষ্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার সুপারিশ করেছেন অর্থনীতিবিদরা। এ জন্য জ্বালানি তেল, বিদ্যুৎ ও ভোজ্য তেলে ভর্তুকি দেয়ার সুপারিশ করা হয়েছে।
সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন আয়োজিত ‘২০২২-২৩ অর্থ বছরের বাজেট ও তৃণমূলের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ফকির আজমল হুদা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজিল হোসেন।