ময়মনসিংহে এক আইনজীবীকে মার-ধরের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে এক আইনজীবীকে মারধরের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজিকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন আইনজীবী আশিকুর রহমান। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী
সংবাদ সম্মেলনে বলা হয়, আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমান তার ভাই মিজানুর রহমান সুজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে পুলিশের মহাপরিদর্শকের কাছে অভিযোগ করেন। বুধবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের কার্যালয়ে অভিযোগের শুনানি নেয়ার সময় অতিরিক্ত ডিআইজি আশিকুর রহমান তাকে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে আশিকুর রহমান নিজেকে আইনজীবী পরিচয় দিলে অকথ্য ভাষায় গালাগাল করেন অতিরিক্ত ডিআইজি এনামুল কবির। তিনি রড দিয়ে আশিকুরের হাতে ও পায়ে বেধড়ক পেটাতে থাকেন। পরে আশিকুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনার বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার আইনজীবী সমিতিতে অভিযোগ দেন আশিকুর রহমান।