ময়মনসিংহে গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অভিযান চালিয়ে গাঁজা চাষের অভিযোগে কামরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে রেব। এসময় ৩৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সদরের বিজয় নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে রেব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মেজর আখের মুহম্মদ জয় বলেন, কামরুল তার বাড়ির পেছনে আঁখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময় তার ওই জমি থেকে প্রায় ৩৫টি গাঁজা গাছসহ শুকনো গাঁজাও উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ক্রেতা ও সংশ্লিষ্ট অন্যদের সনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানায় রেব।