ময়মনসিংহে দিনদিন মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- আপডেট সময় : ০১:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকূলে থাকায় এবং কম খরচে অধিক ফলন হওয়ায় ময়মনসিংহে দিনদিন মাল্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। মাল্টা চাষ করে ইতিমধ্যে স্বাবলম্বী হয়েছে জেলার অনেক কৃষক। এই অঞ্চলের সুস্বাদু মাল্টা এখন স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। মাল্টা চাষীদের সবধরনের সহযোগিতা দেয়ার কথা বলছে কৃষি বিভাগ।
মো: নাসির উদ্দিন, ময়মনসিংহের ভালুকা উপজেলার হরি একজন স্বপ্নবাজ কৃষক। তিনি তার বাড়ীর আঙিনায় ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন বারী-১ জাতের বিশাল এক মাল্টা বাগান। ব্যাগিং পদ্ধতিতে মাল্টা চাষ করায় তার বাগানে এখন হলুদ এবং সবুজ মাল্টার ছড়াছড়ি। স্থানীয়দের কাছে বছরে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার মাল্টা বিক্রি করছেন তিনি।
মাল্টার ফলন বেশী হওযায় খুশী এলাকাবাসী। মাল্টা চাষীদেরকে আরো সরকারি সহযোগীতা করার দাবি তাদের।
মাল্টা বাগানে কাজ করে ভালো মজুরি পেয়ে খুশী শ্রমিকরা। মাল্টার ব্যবসা করে লাভবান স্থানীয় ব্যবসায়ীরাও।
এদিকে, মাল্টা চাষীদেরকে পরামর্শসহ সবধরনের সরকারি সুযোগ-সুবিধা দেয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ।
জেলায় এবার ৩০২ হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে। আর এ থেকে উৎপাদন হচ্ছে ১০ মেট্রিক টন।