ময়মনসিংহ ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- আপডেট সময় : ০২:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছে। ভোর ৬ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারআনি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল ৬ টার দিকে কিশোরগঞ্জগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নান্দাইলের চারআনি পাড়া এলাকায় পথচারি আব্দুর রাশিদ এবং সাইকেল আরোহী সিরাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি আটক করা হয়েছে।
সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে সকালে পিক-আপের ধাক্কায় বাই-সাইকেল আরোহী নুরুজ্জামান লস্কর নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, বকচরা গ্রামের বাসিন্দা নুরুজ্জামানসহ ভাটা শ্রমিকেরা সাইকেল চালিয়ে ভোরে বিনেরপোতা এলাকায় লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।সার্কিট হাউজ মোড়ে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ নুরুজ্জামানকে ধাক্কা মারে। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।