ময়মনসিংহ জিলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরে গেছে
- আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
খানাখন্দে ভরে গেছে ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত সড়কটি। এতে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন নগরীর কয়েক ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি থেকে পরিত্রাণের দাবি তাদের। ভোগান্তির কথা স্বীকার করে, রাস্তা সংস্কারে টেন্ডার হলেও বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
নগরীর জিলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত ব্যস্ততম সড়কটি এখন খানাখন্দে বেহালদশা। সবচেয়ে বেশি খারাপ মাদ্রাসা কোয়ার্টায়ের আধা কিলোমিটার রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শতশত যানবাহন চলাচল করলেও রাস্তা সংস্কার না করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই ওয়ার্ডের বাসিন্দাদের। বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে আরো কয়েকগুণ। প্রায় সময় যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা।
ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ভোগান্তির বিষয়ে সাধারণ মানুষের সাথে সুর মিলিয়ে অচিরেই সড়ক ও জনপথ বিভাগ রাস্তা সংস্কারের কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় কাউন্সিলর।
বৃষ্টির জন্য কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তবে নিয়মিত বালু, সিমেন্ট, সুড়কি এবং ইট ফেলে চলাচলের জন্য রাস্তাটি সচল রাখার কথাও ব্যক্ত করেন তিনি।
নগরীর প্রায় ৩০ কিলোমিটার রাস্তা রয়েছে সড়ক ও জনপথ বিভাগের। প্রায় সবগুলো রাস্তাই খানাখন্দে ভরে গেছে। মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।