ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কার্যক্রম বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
কারিগরি ত্রুটির কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বন্ধ হয়ে গেছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কার্যক্রম।
গেলো রাতে পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় কোন রিপোর্টও দিতে পারেনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে কারিগরি ত্রুটির কারণে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা সম্পন্ন করা যায়নি। এছাড়া শিগগিরই নতুন টেষ্ট কিট আসার পর থেকে আবার নমুনা পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি। এদিকে, জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ২ থেকে ১ এক দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে। যখনই নমুনা সংগ্রহ করা শুরু হবে সাথে সাথে সবাইকে অবগত করা হবে। এ পর্যন্ত এই ল্যাবে মার্চের শুরু থেকে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে।