ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি‘র আয়োজনে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি‘র আয়োজনে সকালে জেলা পুলিশ লাইন্স কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীসহ বিভাগ ও জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, নারী শক্তি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ময়মনসিংহ জেলায় ৭৪৭টি, নেত্রকোণা জেলায় ৫০০টি, জামালপুর জেলায় ২০৬টি এবং শেরপুর জেলায় ১৫৯৬টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।