ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে যশোর শহর
- আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে যশোর শহর। পৌর এলাকার বিভিন্ন স্থান ময়লা আবর্জনায় ভরে ফেলা হয়েছে। এতে চরম অস্বস্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীসহ পৌরবাসী।
ব্রিটিশ ভারতের প্রথম যশোর পৌরসভার এলাকা প্রায় ১৫ বর্গকিলোমিটার। যেখানে বাজার ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা রাখার জন্যে রয়েছে ২১৭টি প্লাস্টিকের ঢাকনাযুক্ত ডাস্টবিন। রয়েছে ৯০টি কন্টেইনার ডাস্টবিন। এসব এলাকার ডাস্টবিনের ময়লা আবর্জনা ছাপিয়ে বিরাট একটি অংশ দখল করে আছে। দেখে বোঝার উপায় নেই যে, এটি একটি শহর।
যশোর শহরের অপিরিছন্নতার জন্য অনেকে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি পৌরবাসীর অসচেতনতা ও অবহেলাকে দায়ী করছেন। তারা একটি পরিছন্ন শহর গড়ার জন্য দ্রুত ও নিয়মিত আবর্জনা অপসারণের দাবি জানিয়েছেন।
চিকিৎসক ও স্বাস্থ্য সচেতনরা বলছেন, অপরিছন্ন শহরে যাতায়াতকারীরা বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
তবে পৌর কর্র্র্তৃপক্ষের দাবি, প্রতিটি এলাকায় ডাস্টবিন স্থাপন করা হলেও মানুষ ইচ্ছাখুশি স্থানে ময়লা ফেলায় শহর অপরিছন্ন হচ্ছে।
প্রতিদিন গড়ে যশোর শহরে ১২ মেট্টিকটন ময়লা জমে। যার বেশিরভাগই অপসারণ করা সম্ভব হয় না।