যত্রতত্র ময়লার ভাগাড় : দুর্গন্ধের শহরে পরিণত হয়েছে দিনাজপুর
- আপডেট সময় : ০৫:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যত্রতত্র ময়লার ভাগাড় গড়ে ওঠায় দুর্গন্ধের শহরে পরিণত হয়েছে দিনাজপুর। পরিবেশ দূষিত হয়ে বাড়ছে রোগ বালাই। পৌর কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত জনবল ও যানবাহনের অভাবে যথাসময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব হচ্ছে না। আর পরিবেশ অধিদপ্তর বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দিনাজপুর পৌরসভার নির্ধারিত ডাস্টবিন রয়েছে মাত্র ১১৫টি।এছাড়াও যত্রতত্র ময়লার ভাগাড় গড়ে উঠেছে প্রায় আড়াই শতাধিক। বাদ যায়নি স্কুল-কলেজের সামনের রাস্তাটুকুও। এ নিয়ে বিরম্বনায় শিক্ষার্থী ও অভিভাবকরা।
এভাবে যত্রতত্র ময়লার ভাগাড় গড়ে ওঠায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ময়লার পঁচা দুর্গন্ধে ক্রেতা ভিড়ছে না দোকানে। পরিবেশ দূষিত হয়ে বাড়ছে রোগ বালাই।
পৌর কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত জনবল ও যানবাহনের অভাবে নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ করতে পারছেন না তারা। রয়েছে জনসচেতনতার অভাবও ।
বর্জ্য ব্যবস্থাপনার দায় পৌরসভার। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয়, জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
পৌরসভার নির্ধারিত ডাস্টবিন সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন বর্জ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ৩৪টন। এরমধ্যে পৌরসভার বর্তমান জনবল ও যানবাহন দিয়ে অপসারনযোগ্য বর্জ্যের পরিমাণ মাত্র ১৮ টন। প্রায় সাড়ে ১৬টন অপসারণযোগ্য বর্জ্য পঁচে সৃষ্টি হয় পঁচা দুর্গন্ধের। এমন বাস্তবতায় পৌরসভার বর্জ্য অপসারণের সক্ষমতা বাড়ানোর দাবি পৌর কর্তৃপক্ষের।