যত দিন যাচ্ছে টিকা নেয়ার আগ্রহ তত বাড়ছে সাধারণ মানুষের
- আপডেট সময় : ০৭:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার টিকাদান কার্যক্রমের ষষ্ঠ দিনে ভীড় বেড়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। যত দিন যাচ্ছে, টিকা নিতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বেড়েছে নিবন্ধনকারীর সংখ্যাও। এ পর্যন্ত টিকা নিতে ১০ লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। এদিকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বয়স্ক নাগরিকদের কেন্দ্রে এসে নিবন্ধন করার কথা ভাবছে সরকার।
যত দিন যাচ্ছে ভ্যাকসিন নেয়া ও নিবন্ধনকারীর সংখ্যা ততোই বাড়ছে। সকাল থেকেই রাজধানীর সবকটি কেন্দ্রে টিকা নিতে আগ্রহীদের ভীড় দেখা যায়।
টিকা আসার আগে ও পরে সাধাণ মানুষের মাঝে টিকা নিয়ে ভীতি থাকলেও আস্ত আস্তে তা কেটে যাচ্ছে। তাই প্রতিদিন বাড়ছে টিকা গ্রহিতার সংখ্যা।
সকালে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, বয়স্ক নাগরিকদের কেন্দ্রে এসে নিবন্ধন করার কথা ভাবছে সরকার। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে করোনা টিকা কার্যক্রম পরিচালনা করতে সবকিছু করছে সরকার।
এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১৪ লাখ মানুষ।