যথাযথ মর্যাদায় সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত
- আপডেট সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানব জাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবীর রেলি ও সমাবেশে অংশ নেন হাজার হাজার মুসল্লী। এছাড়া মহানবী (সা.)-এর জীবনীর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ফ্রান্সে মহানবীর অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানান তারা।
আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। রাজধানীতে জশনে জুলুসের আয়োজনে অংশ নেন হাজারো মুসল্লি। করোনা মহামারির মধ্যে সব আনুষ্ঠানিকতায় ছিল স্বাস্থ্যবিধি মানার চেষ্টা।রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য এই জশনে জুলুস। আয়োজক আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারি। জশনে জুলুসটি শাহবাগ হয়ে আবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসে শেষ হয়।
আইয়্যামে জাহেলিয়াতের অবসান হয় হযরত মুহাম্মাদ স: এর আগমনে। তাই ১২ই রবিউল আউয়াল বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ।জশনে জুলুস শেষে আলোচনা সভায়, ফ্রান্সে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে।এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, সারাবিশ্বে মুসলমানরা একই সূত্রে গাঁথা।