যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস
- আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ২৩২৯ বার পড়া হয়েছে
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়।
‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ সরকারী ছুটির দিন।
মহাণ মে দিবসে সামাজিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসুচি পালিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বিভিন্ন এলাকায় আলোচনা সভা, রেলী ও সমাবেশের আয়োজন করে সংগঠনগুলো।
রাজশাহীতে শ্রমিকদের নায্য মজুরি প্রদানের দাবি জানিয়ে মে দিবসের কর্মসূচি পালিত হয়। সকালে মহানগরীর আওয়ামী লীগ কাযালয়ে শোভাযাত্রা বের করে।
দিবসটি উপলক্ষে রংপুরে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য রেলী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ টায় শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চ থেকে জেলা প্রশাসনের শোভাযাত্রা বের হয়
খুলনায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। সকালে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রেলি বের করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
মে দিবসে দিনাজপুরে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। নাটোরে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আয়োজনে সকালে শহরের কান্দিভিটায় নানা কর্মসূচি পালিত হয়।
নীলফামারী জেলা প্রশাসন ও শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদ পৃথক দু’টি শোভাযাত্রা বের করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণে নেন জেলা প্রশাসকসহ স্থানীয়রা।
এছাড়াও ঝিনাইদহ, কক্সবাজার, যশোরসহ বিভিন্ন জেলায় দিবসটি যথাযোগ্য মর্য্দায় পালিত হচ্ছে।